অরিজিনাল এবং গুনগতমানের সিল্কের পণ্য ক্রয়ের ক্ষেত্রে যেমন রয়েছে বাড়তি কিছু দিক নির্দেশনা তেমনি সিল্কের কাপরের ক্ষেত্রে বিশেষ যত্নেরও প্রয়োজন হয়।
*ড্রাইক্লিন করুন। পানিতে ধুলে ক্লোরিনের প্রভাবে রং ফ্যাকাশে হয়ে যাবে।
*বাসায় ধুতে হলে সাবানের পরিবর্তে শ্যাম্পু ব্যবহার করুন।
*কড়া রোদে শুকাবেন না।
*প্লাস্টিকের ব্যাগে সিল্কের পোশাক সংরক্ষণ করবেন না। পোশাকে ছত্রাকের আক্রমণ হতে পারে।
*ভারী কাজ করা সিল্কের শাড়ি হ্যাঙ্গারে না ঝুলিয়ে সোজা করে ভাঁজ করে রাখুন।
*সিল্কের কাপড়ে ন্যাপথলিন বল রাখবেন না, গন্ধ বসে যেতে পারে। লবঙ্গ ও দারুচিনি ব্যবহার করুন, পোকা আসবে না এবং দুর্গন্ধও হবে না।
*বছরে অন্তত দু বার সিল্কের পোশাক খোলা হাওয়ায় মেলে রাখুন।
সিল্কের পোশাকের যত্নে এই বিষয়গুলো মাথায় রাখুনl