• +8801706070705
    Call Us Now
SHOP CATEGORIES
Thumbnail

  • সুতির শাড়ির যত্নঃ
  • সুতির শাড়ি সবচেয়ে সহজ ঠিক রাখা আর বেশ আরামদায়ক ও, কিন্তু মাড় চলে গেলে বেশ একটা ম্যাড়ম্যাড়ে ভাব এসে যায়। তাই শাড়ির কড়কড়ে ভাব বজায় রাখতে আর ফ্যাকাসে হয়ে এড়াতে কিছু ট্রিক্স করতেই হয়।
    পদ্ধতিঃ
    ১) সুতির শাড়ি বাড়িতেই ধোয়া যায়। একটু ভিন্ন কিছু ঘোরোয়া উপাইয়ে ধুলে বেশ ভালো থাকে সুতির এক্সক্লুসিভ শাড়ি গুলো।
    প্রথমবার যখন শাড়ি ধোবেন, তখন হাল্কা গরম পানিতে বিট লবন মিশিয়ে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখবেন।
    এতে শাড়ির রঙ টি পুরোপুরি পাকা থাকবে পরবর্তিতে বার বার ধোয়ার পরেও।
    ২) বাইরে থেকে ঘেমে নেয়ে একাকার হয়ে বাড়িতে ফিরে যদি শাড়ি ধুতে ইচ্ছে না করে, তাহলে পানিতে অল্প রিঠা গুলে সেটাতে শাড়ি ভিজিয়ে রাখবেন। পড়ে পানি থেকে তুলেই মেলে দিন।ব্যাস!!
    এতে শাড়ি অনেকদিন ফ্রেস আর দীর্ঘজীবি থাকবে।
    ৩)সুতির শাড়ি প্রতিবার ধোয়ার সময় হাল্কা মাড় বা এরারুট দিয়ে ধুয়ে ফেলতে পারলে বেশ ভালো।
    ধোয়া শেষে যদি রোদে দিয়ে পরে আয়রণ করে ভাজ করে হ্যাঙ্গারে রাখতে পারেন আলমারিতে দীর্ঘদিন পর্যন্ত একই রকম থাকবে।

Copyright by Tasnim Fashion. All Rights Reserved
Designed & Developed by
Logo

All Categories